Site icon Amra Moulvibazari

পূজার ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

পূজার ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত


ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষ্যে টানা চারদিনের ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। তিল ধারণের ঠাঁই নেই সৈকতে। সাগরতীরজুড়ে শুধু পর্যটক আর পর্যটক। নোনাজলে সব বয়সের মানুষ মেতেছে আনন্দ-উল্লাসে। সেইসঙ্গে প্রিয় মুহূর্তগুলো উপভোগ করছেন প্রিয়জনের সঙ্গে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল থেকেই সৈকতের লাবনী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। টানা ছুটিতে সৈকতে এসেছেন লক্ষাধিক পর্যটক। উত্তাল সমুদ্রে গোসল, বালুচরে দৌড়ঝাঁপের পাশাপাশি তারা ছুটে বেড়াচ্ছেন জেলার পর্যটন পল্লীগুলোতে।

কক্সবাজারে বেড়াতে আসা এক পর্যটক বলেন, অনেকদিন ধরে ঘরবন্দি ছিলাম। পার্বত্য এলাকাগুলোতে ভ্রমণ নিষিদ্ধ আছে। তাই পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছি। তবে মানুষের ভিড় বেশি হওয়ায় কিছুটা অস্বস্তি বোধ করতে হচ্ছে সবাইকে।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি বলেন, কক্সবাজারে দুপুরে অর্ধলাখ পর্যটক ছিল। বিকেলে চাপ আরও বাড়বে। জনবল কম হাওয়ায় সামাল দিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে।

/এনকে



Exit mobile version