Site icon Amra Moulvibazari

অনিয়ম তুলে ধরায় সাংবাদিককে ফাঁসিয়ে দিলেন জেলা প্রশাসক

অনিয়ম তুলে ধরায় সাংবাদিককে ফাঁসিয়ে দিলেন জেলা প্রশাসক

কুড়িগ্রামে জেলা প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে মাদক মামলায় ফাঁসানো এক বছরের কারাদন্ড দেয়ার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক জানান , নিয়মিত অভিযানেই গ্রেফতার হয়েছেন আরিফ।

শুক্রবার মধ্যরাতে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান এর বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় রিগ্যান এর কাছে মাদক পাওয়ার দাবি করে তাকে এক বছরের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

তবে স্বজনদের অভিযোগ জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করার কারণেই চক্রান্ত করে আরিফুলকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে।
বাড়িতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে মারধরও করা হয় বলে জানান তার স্ত্রী। তারপর টেনে হিচড়ে মারতে মারতে নিয়ে যাওয়া হয় ডিসি অফিসে।

এলাকাবাসী আরিফুলের ব্যপারে গণমাধ্যমকে জানায়, আরিফুল কখনো সিগারেটই খায় নি। তাহলে সে কীভাবে মাদক রাখবে। তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছেন না। এটাকে তার বিরুদ্ধে ষরযন্ত্র হিসেবেই ভাবছেন এলাকাবাসী।

এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। তিনি জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানেই গ্রেফতার হয়েছেন রিগ্যান। বলেন আপিল করলে বিষয়টি আইনগত ভাবে বিবেচনা করা হবে।

এদিকে আরিফুল ইসলাম রিগ্যান চক্রান্তের শিকার দাবি করে তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।


বাংলাদেশে এই প্রথম সিলেট নগরীর সব জায়গায় “ফ্রি ওয়াইফাই” চালু


Our Facebook Officially Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version