মেট গালার রেড কার্পেটে তেলাপোকার হাঁটাহাটি! এমনই কাণ্ড ঘটেছে বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন শোতে। এ নিয়ে জমকালো এ অনুষ্ঠানে নিমেষেই তৈরি হয় হুলুস্থুল। খবর সিএনএন এর।
যেখানে দেশ-বিদেশের শীর্ষ তারকাদের বাইরে কারও প্রবেশের ভাগ্য হয় না, সেখানে অনায়াসেই বিচরণ করতে দেখা যায় ক্ষুদ্র এক তেলাপোকাকে। জমকালো সাজের সেলিব্রেটিদের মধ্যে হঠাৎই নজর কাড়ে এটি। কিছুক্ষণের জন্য কেড়ে নেয় লাইমলাইটের সব আলো। রীতিমত ক্যামেরা নিয়ে তার পেছন পেছন ঘুরতে দেখা যায় বিখ্যাত এক ভিডিওগ্রাফারকে।
অবশ্য এ সময় তেলাপোকা ভীতির কারণে অনেক তারকাই আশ্রয় নেন এক কোণে। নিরাপদ দূরত্ব থেকে উঁকিঝুকি দিয়ে পর্যবেক্ষণ করেন তেলাপোকার গতিবিধি। ফ্যাশনের জগতে সবচেয়ে বড় আসর হিসেবে ধরা হয় মেট গালাকে। যেখানে বিলাসি ও জমকালো সাজে সেজে আসেন তারাকারা, থাকে অদ্ভুত সব সাজও।
এসজেড/