Site icon Amra Moulvibazari

বাংলাদেশে এই প্রথম সিলেট নগরীর সব জায়গায় “ফ্রি ওয়াইফাই” চালু

বাংলাদেশে এই প্রথম সিলেট নগরীর সব জায়গায় “ফ্রি ওয়াইফাই” চালু

তারবিহীন প্রথম শহরের পর এবার দেশের প্রথম ডিজিটাল নগরী হিসেবে সিলেটে চালু হলো “ফ্রি ওয়াইফাই”। যার পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে দেশের জাতীয় শ্লোগানের নামানুসারে “জয় বাংলা”।

বাংলাদেশের সিলেট নগরীর গুরুত্বপূর্ণ ১২৬ টি এক্সেস পয়েন্টে ফ্রি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে দেশের প্রথম বিভাগ ও ডিজিটাল নগরী হিসেবে আত্মপ্রকাশ করলো সিলেট বিভাগ। এই সেবার মাধ্যমে আধুনিক প্রযুক্তির নগর হিসেবে সিলেট এখন সারা দেশের জন্য একটি রোল মডেল।

২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবগুলো ইউনিয়নকে ডিজিটালাইজেশন করার ঘোষণা দেন।

২০১৫ সালে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী দেশে আসার পর সিলেট শহরকে ডিজিটাল শহর করার চিন্তা করেন এবং সরকারের সংশ্লিষ্ট সব বিভাগসমূহের সাথে আলোচনা করেন। এক্ষেত্রে তখনকার অর্থমন্ত্রী তার বড়ভাই ডক্টর আবুল মাল আব্দুল মুহিত উনার ছোটভাই মোমেনকে উৎসাহ দেন। এর জন্য ৫০ কোটি টাকার একটা পরিকল্পনাও গ্রহণ করা হয়। এক পর্যায়ে ৩০ কোটি টাকা নিয়ে প্রকল্প কাজ শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজকের ডিজিটাল সিলেট প্রকল্পের আওতায় পাবলিক ওয়াইফাই জোন স্থাপন করা হলো।

এর আগে সিলেট বাসী দেখতে পেয়েছিল তারবিহীন সিলেট। যেখানে সব ধরণের বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে নেয়া হয়েছিল। এটিও দেশের প্রথম নগরি হিসেবে সিলেটে শুরু হয়েছিল।  ফ্রি ওয়াইফাই


মৌলভীবাজারে বন্ধুনীড় সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড ক্যাম্পেইন


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version