Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রে নিজ দোকানের সামনে গুলি করে বাংলাদেশিকে হত্যা

যুক্তরাষ্ট্রে নিজ দোকানের সামনে গুলি করে বাংলাদেশিকে হত্যা


সন্তানদের সাথে নিহত মাহফুজ।

নোয়াখালী প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে অজ্ঞাত এক সন্ত্রাসীর গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মাহফুজ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ। তার মৃত্যুতে তার দেশের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন (লিটন) বলেন, ১০ বছর আগে আমেরিকায় যান মাহফুজ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় অজ্ঞাত এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন মাহফুজকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএইচ



Exit mobile version