Site icon Amra Moulvibazari

বিপিএল শুরু ২৭ ডিসেম্বর, নিলাম কবে?

বিপিএল শুরু ২৭ ডিসেম্বর, নিলাম কবে?


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর ২৭ ডিসেম্বর শুরু হতে চলেছে, প্রস্তুতিও পুরোদমে চলছে। আগামী ১৪ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য ৬টি শ্রেণিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বিসিবি। বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন মোট ১২ ক্রিকেটার, তারা আছেন ‘এ’ শ্রেণিতে। আর সবচেয়ে কম পারিশ্রমিক ‘এফ’ শ্রেণিতে আছে সবচেয়ে বেশি ৬৩ জন খেলোয়াড়ের নাম।

ইতোমধ্যে বিপিএলের সাতটি দল চূড়ান্ত হয়ে গেছে। পুরোনো চারটি দলের সঙ্গে তিনটি নতুন দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও দলগুলোর নাম জানা গেছে। পুরোনো চার দল হলো- রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল। আর নতুন তিন দল- ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী।

নতুন তিনটি দলের মধ্যে চট্টগ্রাম দ্বিতীয় আসরে অংশ নিয়েছিল। বাকি দুটি দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে। চট্টগ্রাম পুরোনো নাম চট্টগ্রাম কিংস নামেই বিপিএলে ফিরছে। অন্যদিকে ঢাকার নাম বদলে হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর দীর্ঘদিন পর বিপিএলে রাজশাহী ফিরেছে নতুন নামে। ভ্যালেন্টাইন গ্রুপ এ দলটির মালিকানা কিনে নিয়েছে। রাজশাহী এবার খেলবে দুর্বার রাজশাহী নামে।

বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগে প্রকাশ হয়েছে স্থানীয় খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা। এ ও বি শ্রেণিতে যথাক্রমে রয়েছে ১২ জনের নাম।‘এ’ শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ৬০ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৪০ লাখ টাকা ও ‘সি’ শ্রেণিতে ২৫ লাখ টাকা। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক ২০, ১৫ ও ১০ লাখ টাকা রাখা হয়েছে।

ক্যাটাগরি ‘এ’- লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়। 

ক্যাটাগরি ‘বি’- আফিফ হোসেন ধ্রুব, আনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মাশরাফী বিন মোর্ত্তজা, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব। 

ক্যাটাগরি ‘সি’- আবু হায়দার রনি, এবাদত হোসেন, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, আল-আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, রাকিবুল হাসান, রনি তালুকদার, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী রাব্বি। 

ক্যাটাগরি ‘ডি’- আবু জায়েদ রাহি, আকবর আলি, আলিস আল ইসলাম, আরাফাত সানি, আরিফুল হক, ফজলে মাহমুদ রাব্বি, হাবিবুর রহমান সোহান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল অংকন, জিসান আলম, সৈকত আলি, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম হাসান, নাজমুল ইসলাম অপু, নিহাদ উজ-জামান, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, রবিউল হক, রুবেল হোসেন, সাদমান ইসলাম, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভাগত হোম, সুমন খান, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান। 

ক্যাটাগরি ‘ই’- আব্দুল হালিম, আবদুল্লাহ আল মামুন, আলাউদ্দিন বাবু, আমিনুল ইসলাম বিপ্লব, অমিত মজুমদার, অমিত হাসান, এনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, আসাদুজ্জামান পায়েল, ফরহাদ হোসেন, ইমরানুজ্জামান, জাওয়াদ রুয়েন, কাজী অনিক, মাহফিজুল ইসলাম রবিন, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান লিমন, মার্শাল আইয়ুব, মারুফ মৃধা, আসিফ হাসান মিতুল, হাসান মুরাদ, রোহানাত দৌল্লাহ বর্ষণ, সাব্বির হোসেন শিকদার, আব্দুল মজিদ, আল-আমিন জুনিয়র, এনামুল হক, আশিকুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস, শফিউল ইসলাম,তানভীর হায়দার, মেহেদী হাসান রানা, মেহেদী মারুফ, মিজানুর রহমান, মহিউদ্দিন তারেক, মুক্তার আলি, মুনিম শাহরিয়ার, মুশফিক হাসান, নাবিল সামাদ, নাইম ইসলাম, নুর হোসেন সাদ্দাম, পিনাক ঘোষ, প্রিতম কুমার, রাহাতুল ফেরদৌস জাভেদ, রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাজ্জাদুল হক রিপন, সালাউদ্দিন শাকিল, সালমান হোসেন, সাজ্জাদ হোসেন সাব্বির, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, তাইবুর রহমান পারভেজ। 

ক্যাটাগরি ‘এফ’- আব্দুল গাফফার সাকলাইন, আহমেদ সাদিকুর রহমান, আহরার আমিন, আইচ মোল্লা, হাবিব মেহেদী, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম আকাশ, আসাদুল্লাহ আল গালিব, আশিকুল আলম নাইম, আজমীর আহমেদ, ফারদিন হোসেন অনি, গাজী তাহজীবুল ইসলাম, ইরফান হোসেন, ইফতেখার সাজ্জাদ রনি, জসিমউদ্দিন, জুবায়ের হোসেন লিখন, মাইনুল সোহেল, মানিক খান, মাসুম খান টুটুল, আবু হাসিম, আশিকুর রহমান শিবলি, খালিদ হাসান, মেহেদী হাসান, সোহেল রানা, নাইম ইসলাম জুনিয়র, শিহাব জেমস, মেহেদী হাসান সোহান, মেহরাব হোসেন জোশি, মোহাইমিনুল খান, মোহাম্মদ হাসানুজ্জামান, মোহাম্মদ শাকিল আহমেদ, মোহর শেখ অন্তর, মইনুল ইসলাম, মনির হোসেন খান, মাইশুকুর রহমান, নাইম হোসেন সাকিব, নাইমুর রহমান নয়ন, নাইম আহমেদ, নুর, প্রান্তিক নওরোজ নাবিল, রাফসান আল মাহমুদ, রহমতউল্লাহ আলি, রাকিবুল আতিক, রাকিবুল হাসান, রায়ান রাফসান রহমান, রবিউল ইসলাম রবি, রুবেল মিয়া, এস এম মেহেরব হাসান, সাকলাইন সজিব, সঞ্জিত সাহা, শাহিন আলম, শাহরিয়ার আলম মাহিম, শাকিল হোসেন, শামীম মিয়া, শামসুল আলম, শারিয়ার কমল, শেখ পারভেজ জীবন, টিপু সুলতান, তৌফিক খান তুষার, তুষার মিয়া, ওয়াসি সিদ্দিক, ইয়াসিন আরাফাত মিশু, জাহিদুজ্জামান খান। 

/আরআইএম



Exit mobile version