Site icon Amra Moulvibazari

কালীগঞ্জে বাসযাত্রীর হাত কেটে বিচ্ছিন্ন

কালীগঞ্জে বাসযাত্রীর হাত কেটে বিচ্ছিন্ন


ঝিনাইদহ প্রতিনিধি:

বিপরীত দিক থেকে আসা ট্রাকের আঘাতে একটি হাত কেটে পড়ে গেছে সুফিয়া বেগম (৪৫) নামের এক বাস যাত্রীর। ঘটনাটি ঘটেছে ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল গেট এলাকায়।

জানা গেছে, আহত সুফিয়ার বাড়ি সাতক্ষীরা জেলায় এবং তিনি বাসযোগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে তার মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। আহত সুফিয়া বেগমকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, মহাসড়কের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় সড়কের ওপর একটি হাত কেটে পড়ে আছে- এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই। তখন আশপাশে আহত কাউকে না পেলেও সড়কের ওপর এক নারীর রক্তমাখা কাটা হাত পড়ে থাকতে দেখি। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে হাতকাটা এক মহিলা গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়দা খানম বলেন, সুফিয়ার ডান হাত কেটে পড়ে গেছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, তার অবস্থা গুরুতর।  তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার পঙ্গুু হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি বলেন, আহত সুফিয়ার যখন সংজ্ঞা ছিল তার বাড়ি সাতক্ষীরায় এবং মেয়ে জামাই বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন এতটুকু বলতে পেরেছেন। এছাড়া তার  সম্পর্কে বিস্তারিত কিছু  জানা জানাযায়নি।

তবে, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির পরিচালনা পরিষদের সভাপতি রোকনুজ্জামান রানু জানান, যশোর থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের মাছরাঙ্গা ট্রাভেলসের একটি গাড়িতে এমন দুর্ঘটনা ঘটেছে। আহত নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়েছিল।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, আহত সুফিয়া বেগমের হাত উদ্ধার করে তখনই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অসচেতনভাবে চলন্ত বাসের হাত বাহিরে রাখায় তার হাত এভাবে কাটা পড়েছে।

/এসএইচ



Exit mobile version