Site icon Amra Moulvibazari

বার্ড ফ্লুর প্রকোপ শুরু কম্বোডিয়ায়

বার্ড ফ্লুর প্রকোপ শুরু কম্বোডিয়ায়


বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে ২০১৪ সালের পর কম্বোডিয়ায় প্রাণ হারালেন কোনো মানুষ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে এশীয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসির।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রে ভেং প্রদেশে অস্বাভাবিক জ্বর নিয়ে ১১ বছরের এক কিশোরীর মৃত্যু হয়। রক্তের নমুণা পরীক্ষায় মেলে সে ‘এইচ-ফাইভ-এন-ওয়ান’ বা বার্ডফ্লুতে আক্রান্ত ছিল। ঐ এলাকার আরও ১২ জনের শরীরে মিলেছে এই সংক্রমণ। অঞ্চলটিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। হাঁস-মুরগীর খামারগুলোয় ছিটানো হচ্ছে জীবাণুনাশক।

এদিকে হাজার মাইল দূরের লাতিন দেশ পেরুতে বার্ড ফ্লু মোকাবেলায় ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি করা হয়েছে বিশেষ স্বাস্থ্য সর্তকতা। দেশটির ১১টি রাজ্যে ছড়িয়েছে সংক্রমণ। এখন পর্যন্ত ৬৩ হাজার পাখি, হাঁস-মুরগীর মৃত্যু হয়েছে সংক্রমণে, এমনটা নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। তাছাড়া রাজধানী লিমার সমুদ্র উপকূলে ৭১৬টি সী লায়ন মারা গেছে। পরিবেশবিদরা জানান, সবগুলোই ছিল বার্ড ফ্লুতে আক্রান্ত।

এটিএম/



Exit mobile version