Site icon Amra Moulvibazari

বিস্ফোরণের ঘটনায় বিশেষজ্ঞ দলগুলো তদন্ত চালাচ্ছে: তাজুল ইসলাম

বিস্ফোরণের ঘটনায় বিশেষজ্ঞ দলগুলো তদন্ত চালাচ্ছে: তাজুল ইসলাম


স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা নিয়ে বিশেষজ্ঞ দল তাদের তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। কারা দায়ী সেটি অচিরেই বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর গুলশান শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ডিএনসিসি স্যানিটেশন ট্রেড ফেয়ারে এ কথা জানান তিনি। বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় সুয়ারেজ ট্রিটমেন্ট নিয়ে পরিকল্পনা হলেও সেটা বাস্তবায়ন কঠিন। শুধু পয়ঃনিষ্কাশন নয়, রাজধানীতে মানুষের জীবনযাত্রার কথা ভাবারও আহ্বান জানান তিনি।

বাসা-বাড়ির পয়ঃবর্জ্য নিষ্কাশনে ড্রেন ব্যবহার না করতে এতে আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র আতিকুল ইসলাম।

/এমএন



Exit mobile version