ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। চেলসির বিপক্ষে ৩-১ গোলের জয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো গানাররা। মঙ্গলবার (২ মে) রাতের ম্যাচটি জিতে আবারও প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠেছে মিকেল আর্তেতার দল। খবর স্কাই স্পোর্টসের।
এমিরেটসে খেলার শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়ে একের পর এক আক্রমণ চালায় আর্সেনাল। ম্যাচের ১৮ ও ৩১ মিনিটে মার্টিন ওডেগোরের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গানাররা। তিন মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন গ্যাব্রিয়াল হেসুস। ডি-বক্সের ভেতর জটলার মধ্য থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
খেলার ৬৫ মিনিটে নোনি মাদুয়েকের গোলে হারের ব্যবধান কমায় চেলসি। এ জয়ে আর্সেনাল টেবিলের শীর্ষে উঠলেও শিরোপা ভাগ্যটা থাকছে ম্যানচেস্টার সিটির দিকেই। গানারদের চেয়ে দুই ম্যাচ কম খেলে সিটিজেনদের পয়েন্ট ৭৬।
এএআর/