Site icon Amra Moulvibazari

গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় মালিকসহ গ্রেফতার ৩

গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় মালিকসহ গ্রেফতার ৩


রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় বহুতল ভবনের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও আ. মোতালেব মিন্টু।

বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ।

গ্রেফতারকৃতদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মশিউর রহমান ভবনের মালিক। অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক। বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা অপমৃত্যু মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন।

/এমএন



Exit mobile version