টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর স্টেশনে থামবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার (১৬ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রেলমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ঈদের আগে ও পরে ৫ দিন শতভাগ টিকিট অনলাইনে কাটতে হবে। যাত্রীরা যেন নিরাপদে ভ্রমণ করতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
যাত্রার দিন ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট থাকবে বলেও জানান মন্ত্রী। বলেন, ঈদের সময় শিডিউল বিপর্যয় হয়। সেটি কমাতে সর্বোচ্চ চেষ্টা করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
এসজেড/