Site icon Amra Moulvibazari

জাপানের সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী

জাপানের সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী


জাপানের সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। চলতি মাসের শুরুতে দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মূলত, জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের মেয়াদ চার বছর। তবে, সাংবিধানিক ক্ষমতাবলে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার অধিকার আছে দেশটির প্রধানমন্ত্রীর। অতীতে-ও জাপানে এ প্রক্রিয়ায় আগাম নির্বাচন দেখা গেছে।

ইশিবা শিগেরু তার পূর্বসূরিদের দেখানো পথেই হাঁটলেন। নির্বাচনী বিধান অনুযায়ী অক্টোবর মাসের ২৭ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দায়িত্ব গ্রহণের পরপর নতুন প্রধানমন্ত্রীর প্রতি জনসমর্থনের হার বেশি থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে দলের এবং নিজের অবস্থান শক্তিশালী করে নিতে চান প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ইশিবার মতো এত দ্রুত সময়ে নিম্নকক্ষ ভেঙে দেয়নি আগের কোনো প্রধানমন্ত্রী।

/এআই



Exit mobile version