Site icon Amra Moulvibazari

করোনার কারণে মাস্ক ও স্যানিটাইজার সংকটে মানুষ

করোনার কারণে মাস্ক ও স্যানিটাইজার সংকটে মানুষ

বাজারে মাস্ক ও স্যানিটাইজারের সংকট এখনোও কাটে নি । বাজারে পড়তে শুরু করেছে এর প্রভাব । সকাল থেকে ঘুরে দেখা যায় রাজধানীর ছোট- বড় অলি-গলি ফার্মেসি গুলোতে মিলছে না। মাস্ক ও স্যানিটাইজার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যেসব জিনিস প্রয়োজন কোনো জিনিসই মিলছে না ।

ফার্মেসী ওয়ালারা বলছেন , তারা ও অতিরিক্ত দাম নিতে বাধ্য হচ্ছেন । তারা যখন মাল কিনে নিয়ে আসেন , তখন তাদের ও অতিরিক্ত মূল্য পরিশোধ দিয়ে কিনে আনতে হয় । এই কারণে মূলত তারা এই ধরনের পণ্য করোনা আতঙ্কে এই পণ্যের বাড়তি দাম নিতে তারা বাধ্য হচ্ছেন । অন্যদিকে ক্রেতাদের রসানলের উপর করছেন বলে সবকিছু মিলিয়ে তারা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার আনা একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছেন ।

অন্যদিকে ভোক্তা অধিকার কিছুক্ষন পরেই তাদের অভিযানে নামবে । বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযানে নামবে ১১টার পর থেকে । তবে যে এলাকার নামবে সেখানে গেলে বুঝা যাবে সেই এলাকার পরিস্থিতি।

Exit mobile version