Site icon Amra Moulvibazari

ইউক্রেন সীমান্তে আবারও রাশিয়ার পণ্যবাহী ট্রেনে হামলা

ইউক্রেন সীমান্তে আবারও রাশিয়ার পণ্যবাহী ট্রেনে হামলা


ছবি : সংগৃহীত

মাত্র দুই দিনের ব্যবধানে ইউক্রেন সীমান্তে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে রাশিয়ার একটি পণ্যবাহী ট্রেন। রুশ প্রশাসনের দাবি, রেললাইনের ওপর ঘটানো হয়েছে জোরালো বিস্ফোরণ। খবর এপি নিউজের।

রাশিয়ার আঞ্চলিক গভর্নর জানান, ব্রায়ানস্ক এলাকার রেললাইনে শক্তিশালী বোমা বসানো ছিল। ট্রেনটি ওপর দিয়ে যাওয়ার সময়ই ঘটে বিস্ফোরণ। মঙ্গলবার (২ মে) রাত পৌনে ৮টা নাগাদ হয় এ হামলা। এতে মূহুর্তেই বেশকিছু বগিতে ছড়িয়ে পড়ে আগুন। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে এই ঘটনাকে যোগাযোগ ব্যবস্থার ওপর অবৈধ হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে পুতিন প্রশাসন। ট্রেনের ভগ্নাংশ সরিয়ে চলাচল স্বাভাবিক করতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সোমবার (১ মে) সকালেও আরেকটি রুশ পণ্যবাহী ট্রেনের ওপর চালানো হয় হামলা। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার মিত্র দেশ বেলারুশেও চালানো হয়েছে বেশকিছু স্যাবোটাজ।

এএআর/



Exit mobile version