Site icon Amra Moulvibazari

মেক্সিকোতে মাদক গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে নিহত ১৯২

মেক্সিকোতে মাদক গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে নিহত ১৯২


উত্তর-পশ্চিম মেক্সিকোর সিনালোয়া রাজ্যে গত মাস থেকে মাদক গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছে। এছাড়াও গ্যাং-ওয়ারে অন্তত ২২৬টি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্টেট পাবলিক সিকিউরিটি কাউন্সিল হতাহতের এই সংখ্যা প্রকাশ করেছে। সহিংসতার জেরে রাজ্যটিতে অন্তত ১৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ চাকরি হারিয়েছেন। সিনালোয়ার গভর্নর বলেছেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাজ্যে গত সপ্তাহে ৫৯০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

/এআই



Exit mobile version