Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, নিখোঁজ ২ কিশোরীর সন্ধানে বেরিয়ে মিললো ৭ মরদেহ

যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, নিখোঁজ ২ কিশোরীর সন্ধানে বেরিয়ে মিললো ৭ মরদেহ


ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় নিখোঁজ দুই কিশোরীর সন্ধানের সময় ৭ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২ মে) চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করে দেশটির রাজ্য পুলিশ বিভাগ। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, ১৪ বছরের আইভি ওয়েবস্টার এবং ১৬ বছরের ব্রিটনি ব্রুয়ারের খোঁজ করছিলেন তারা। সন্দেহভাজন মার্কিনী ম্যাকফেদেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনে নিখোঁজের পরিবার। সোমবার (১ মে) তাকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হলেও উপস্থিত ছিলেন না তিনি।

খবরে বলা হয়েছে, ২০১৭ সালে শিশু পর্নোগ্রাফি মামলায় বিচারের মুখোমুখি হন ওই ব্যক্তি। পরে সার্চ ওয়ারেন্ট নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বেরিয়ে আসে ৭ জনের মরদেহ। যার মাঝে রয়েছে, ম্যাকফেদেনের স্ত্রী ও তিন সন্তান। বাকি মরদেহের মধ্যে দুই জন নিখোঁজ কিশোরী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ।

এছাড়া একজন তালিকাভুক্ত যৌন অপরাধীর লাশও মিলেছে ওই কাতারে। ধারণা করা হচ্ছে- কিশোরীদের ফাঁদে ফেলতেই বাড়িটিতে নেয়া হয়েছিল।

এএআর/



Exit mobile version