Site icon Amra Moulvibazari

এবার পরপর আউট তামিম, লিটন ও সোহান; ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

এবার পরপর আউট তামিম, লিটন ও সোহান; ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় ১৬ রানে ৩ উইকেট হারালেও দুর্দান্ত কিছু শট খেলে দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। তবে দলীয় ৪১ রানের মাথায় তামিম ইকবাল, একই রানে লিটন দাস ও ৪৫ রানের মাথায় নুরুল হাসান সোহান আউট হয়ে সাজঘরে ফিরলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

১৪ তম ওভারের শেষ বলে আলজেরি জোসেফের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। লেগ স্টাম্পের অনেক বাইরের বল ফ্লিক করতে গিয়েছিলেন তিনি। যাওয়ার আগে ২৯ রান করেন তামিম।

আর নিজের প্রথম ওভারে এসেই দুই উইকেট পান কাইল মেয়ার্স। ৪১ রানের মাথায় ১২ রান করা লিটনকে সেই উইকেটরক্ষকের হাতেই ক্যাচ দিতে বাধ্য করেন। অন্যদিকে সোহান নামার পর প্রথম বলে লেগবাইতে চার হলেও দ্বিতীয় বলে আর নিজেকে রক্ষা করতে পারেননি। মেয়ার্সের ওই ওভারের শেষ বলই ছাড়তে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

এর আগে, ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৬ রান তুলতেই একে একে সাজঘরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়, ওয়ান ডাউনে নামা নাজমুল হোসাইন শান্ত ও চারে নামা মুমিনুল হক।

দলীয় প্রথম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কেমার রোচের করা সেই ওভারের দ্বিতীয় বলে এনক্রুমাহ বোনারের হাতে ক্যাচ দিয়ে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন জয়। রোচের এক্সট্রা বাউন্স বুঝতে না পেরে চতুর্থ স্লিপে ক্যাচ দেন তিনি।

দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও আঘাত হানেন রোচ। এবার শান্তকে বোল্ড করেন তিনি। রোচের গুড লেন্থে পড়া বল ব্যাট প্যাড গলিয়ে আঘাত করে শান্তর অফ স্টাম্পে। ফলে দলের রানে কোনো অবদান না রেখেই ফিরতে হয় তাকে।

তেড়েফুরে ব্যাটিং করে তামিম ম্যাচের নিয়ন্ত্রণ নিজেরদের দিকে আনা শুরু করলেও দলীয় ১৬ রানের মাথায় নিজের উইকেট বিলিয়ে আবারও বাংলাদেশকে চাপে ফেলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। এবার আঘাত হানেন জেইডন সিলস। সেকেন্ড স্লিপে জার্মেইন ব্লাকউডকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তিনিও সেই ০ রানেই ফেরেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৫ বলে ২ রানে উইকেটে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। আর ০ রানে আরেক প্রান্তে মেহেদী হাসান মিরাজ।

জেডআই/



Exit mobile version