Site icon Amra Moulvibazari

এক ছবির মাধ্যমে ৫ সেকেন্ডেই যাচাই করুন মস্তিস্কের কার্যক্ষমতা

এক ছবির মাধ্যমে ৫ সেকেন্ডেই যাচাই করুন মস্তিস্কের কার্যক্ষমতা


ছবি: সংগৃহীত।

ছবির ধাঁধাঁ নতুন কিছু নয়। বহুকাল ধরে বিভিন্ন শিল্পী তাদের তুলির টানে কিংবা গ্রাফিক্সের মাধ্যমে এই ধরনের একাধিক ছবির ধাঁধাঁ বা ইল্যুসান তৈরি করেছেন। সাধারণ মানুষও বিনোদনের জন্য এবং নিজেদের দৃষ্টিশক্তি ও মস্তিস্কের প্রখরতা যাচাই করতে এসব ধাঁধাঁ সমাধানে কোমর বেঁধে নেমে পড়ে। সোশ্যাল মিডিয়ার প্রচলন হওয়ার পর থেকে এই ধরনের ইল্যুশনের জনপ্রিয়তা পৌঁছে গেছে অনন্য উচ্চতায়।

বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ধাঁধাঁযুক্ত ছবি প্রকাশিত হয়েছে। তেমনই একটি ইল্যুশন সম্প্রতি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিটি একটি জলাশয়ের। কালো রঙের পানির উপর ভেসে আছে বেশ কয়েকটি ফুল। চারদিকে ছড়িয়ে রয়েছে পাতাও। আর এই ফুল-পাতার মধ্যেই বসে রয়েছে একটি ব্যাঙ। মূলত ফুল-পাতার রঙের কারণেই এক নজরে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাঙটিকে। আর এখানেই মস্তিস্কের খেলা।

এই ছবি যারা শেয়ার করেছেন তাদের দাবি হলো, মাত্র ৫ সেকেন্ডের মধ্যে যারা এই ছবিতে ব্যাঙ খুঁজতে পারবে তাদের মস্তিস্কের কার্যক্ষমতা অন্যদের চেয়ে বেশি প্রখর। এভাবে নিজের মস্তিস্ককে একটু যাচাই করে নিতে পারেন আপনিও।

৫ সেকেন্ডে যদি ছবিটিতে ব্যাঙ খুঁজে না পেয়ে থাকেন, তবে আপনার জন্য রইলো সমাধান।

এসজেড/



Exit mobile version