Site icon Amra Moulvibazari

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ; হৃদয়ের অভিষেক

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ; হৃদয়ের অভিষেক


ছবি: সংগৃহীত

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। যেখানে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। এছাড়াও, ৮ বছর পর আবারও লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন ওপেনার রনি তালুকদার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ৩টায়। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ।

সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। অতীতে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ বিশ্বকাপের সেই ম্যাচে আধিপত্য বিস্তার করেই জিতেছিল ইংল্যান্ড। এছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়েও ইংল্যান্ড যেখানে তিন নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান নয়ে।

বাংলাদেশ দলের একাদশ:

লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড দলের একাদশ:

জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল সল্ট, ডাভিড মালান, বেন ডাকেট, স্যাম কারান, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড, ক্রিস জর্ডান।

/আরআইএম



Exit mobile version