Site icon Amra Moulvibazari

সাঁথিয়ায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

সাঁথিয়ায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫


সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা।

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাক বিভাগের পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫ জন। মঙ্গলবার (২১ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলার সমাসনারী মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারেকের ছেলে ফারুক আহম্মেদ (৩৩)।

মাধপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, ভিটাপাড়া থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বেড়া উপজেলার কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশটি ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়ার সমাসনারী মাদরাসার সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ডাক বিভাগের পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর আকেকজন মারা যান। এ ঘটনায় আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এএআর/



Exit mobile version