Site icon Amra Moulvibazari

মাগুরায় পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

মাগুরায় পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর


ফাইল ছবি

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে আলিফ হোসেন (২) ও সাদিকুল ইসলাম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ মুহাম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের তিলাম বিশ্বাস এবং সাদিকুল সদর উপজেলার মালিগ্রাম গ্রামের সজীব মোল্যার পুত্র।

আলিফের মামা বাচ্চু মোল্যা জানান, আজ বেলা একটার দিকে বাড়ির পাশে বাচ্চাদের সাথে খেলছিল আলিফ। এ সময় তার মা ঘর লেপার কাজ শেষে আলিফকে খুঁজে না পেয়ে পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সাদিকুলের নানা মহসিন শেখ জানান, সপ্তাহখানিক আগে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে সাদিকুল। আজ বেলা দেড়টার দিকে তার মা নামাজ শেষে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে গিয়ে দেখতে পায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বারুল ইসলাম জানান, নিহত শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএআর/



Exit mobile version