Site icon Amra Moulvibazari

রাতে মাঠে নামছে পিএসজি

রাতে মাঠে নামছে পিএসজি


ছবি: সংগৃহীত

লিগ ওয়ানের ম্যাচে লিওঁর বিপক্ষে মাঠে নামবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। লিওঁর বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ব্যবধান বাড়িয়ে নিতে মুখিয়ে রয়েছে ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা। এই ম্যাচে মাঠে নামলেই লিগ ওয়ান ক্যারিয়ারের ৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি।

নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লিওঁকে আতিথ্য জানাবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায়। শক্তির বিবেচনায় দু’দলের পার্থক্য যোজন যোজন। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের চূড়ায় রয়েছে পিএসজি। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে আছে লিওঁ। সবশেষ ৫ ম্যাচে ৪টিতে জয় পেয়েছে পিএসজি, লিওঁর জয় কেবল ১টি।

গোল-অ্যাসিস্টের মাইলফলকের হাতছানি উঁকি দিচ্ছে মেসির কাছে। ২০২১ সালে পিএসজিতে পাড়ি জমানোর পর লিগে এখন পর্যন্ত ৪৭টি গোল-অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে ১৯ গোলের পাশাপাশি মেসি করেছেন ২৮টি অ্যাসিস্ট। লিঁওর বিপক্ষে ৩টি গোল-অ্যাসিস্ট করতে পারলেই ৫০ গোল-অ্যাসিস্ট হবে তার।

চ্যাম্পিয়নস লিগ থেকে শূন্য হাতে ফিরেছে পিএসজি। তবে লিগ ওয়ান শিরোপা হাতছানি দিচ্ছে দলটিকে। লিওঁর বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে যেতে চায় গালতিয়ের শিষ্যরা।

/আরআইএম



Exit mobile version