Site icon Amra Moulvibazari

উত্তর কোরিয়ায় অজ্ঞাত মহামারির প্রাদুর্ভাব

উত্তর কোরিয়ায় অজ্ঞাত মহামারির প্রাদুর্ভাব


হাইজুতে জরুরি ওষুধ পাঠানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের বন্দর নগরী হাইজুতে অজ্ঞাত এক মহামারির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এমন তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, বুধবার (১৪ জুন) হাইজুতে তীব্র অন্ত্রের প্রদাহজনিত রোগে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে জরুরি ওষুধ পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে অজ্ঞাত এ রোগে এখন পর্যন্ত ঠিক কী সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন তা জানায়নি কেসিএন।

কেসিএনএ আরও লিখেছে, যত দ্রুত সম্ভব মহামারির বিস্তাররোধে অজ্ঞাত এ রোগে আক্রান্ত ও সন্দেহভাজনদের আইসোলেশনে রাখতে নির্দেশ দিয়েছেন কিম।

এদিকে, করোনভাইরাস প্রাদুর্ভাবের ঘোষণা দেয়ার বেশ আগে থেকেই উত্তর কোরিয়ায় টাইফয়েডের মতো পানিবাহিত রোগগুলো ছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। নাম না প্রকাশের শর্তে দক্ষিণ কোরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মহামারিটি কলেরা বা টাইফয়েড বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া সরকার প্রতিবেশী দেশটিতে নতুন এ রোগের প্রাদুর্ভাব পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এমন এক সময় উত্তর কোরিয়ায় নতুন মহামারির খবর এলো, যখন দেশটি একইসাথে করোনা মহামারি ও তীব্র খাদ্য ঘাটতির মতো সমস্যার সাথে লড়ছে।

/এসএইচ



Exit mobile version