Site icon Amra Moulvibazari

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ধরতে গিয়ে গুলিবিদ্ধ এপিবিএন সদস্য

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ধরতে গিয়ে গুলিবিদ্ধ এপিবিএন সদস্য


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক এপিবিএন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর জানান, মঙ্গলবার (২ আগস্ট) টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার সাথে সাথেই সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এপিবিএন অধিনায়ক আরও জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এডব্লিউ



Exit mobile version