Site icon Amra Moulvibazari

দ্বীপ কিনছেন নেইমার

দ্বীপ কিনছেন নেইমার


ছবি: সংগৃহীত

মাঠে ফিরতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। কবে ফিরবেন তা অবশ্য এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যাবর্তনের বিষয়ে না দিলেও মাঠের বাইরে নিজের ভক্ত-সমর্থকদের সুখবর দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলে একটি দ্বীপ কিনতে যাচ্ছেন নেইমার। দ্বীপটির অবস্থান রিও ডি জেনিরোর কাছাকাছি, নাম ইলাহাও দো জাপাও। এটি কিনতে নেইমারের খরচ হবে ৯০ লাখ ইউরো। 

ব্রাজিলের সংবাদমাধ্যমে খবর, দ্বীপ কিনতে ৯০ লাখ ইউরো খরচ করবেন নেইমার। বর্তমানে একটি কানাডিয়ান প্রতিষ্ঠান যেটির মালিকানায় আছে। আগে এটির দাম ১ কোটি ২০ লাখ ইউরো চাইলেও এবার তারা ৩০ লাখ ইউরো দাম কমানোয় কিনতে চলেছেন আল হিলাল তারকা।

দ্বীপটিতে একই সঙ্গে ১০ জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি নেইমারের হবে। হেলিকপ্টার ছাড়াও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়। দ্বীপটি সব মিলিয়ে তিন হেক্টরের। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, দু’টি স্যুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা তিনটি বাংলো আছে।

ইলাহাও দো জাপাওই অবশ্য নেইমারের বিলাসবহুল সম্পত্তি নয়। ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে তার একটি ছয় বেডরুমের বাড়ি আছে। এছাড়া সাও পাওলোর কাছে আছে তার আরেকটি বিলাসবহুল বাড়ি।

/আরআইএম



Exit mobile version