Site icon Amra Moulvibazari

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ


বাংলাদেশ টেস্ট দল।
ফাইল ছবি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরি থেকে ফিরেই ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশে ডাক পেয়েছেন কেমার রোচ।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, কাইল মেয়ার্স, জার্মেইন ব্লাকউড, জশুয়া ডি সিলভা, রেইমন রেইফার, আলজেরি জোসেফ, গুদাকেশ মোটি, কেমার রোচ ও জেইডন সিলস।

এদিকে, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচগুলো দেখা যাবে না টিভি মাধ্যমে। তবে, দেখা যাবে আইসিসি টিভিতে। যদিও খেলা দেখতে হলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ ডলার মূল্য দিতে হবে দর্শকদের।

মূলত, এই টেস্ট সিরিজটি বাংলাদেশে দেখানোর দায়িত্ব দেশটির প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস ম্যানেজম্যান্টের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে স্বত্ব কিনলেও বাংলাদেশের কোনো চ্যানেলের কাছে বিক্রি করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে বিসিবি ও টোটাল স্পোর্টস দারস্থ হয় আইসিসি’র। যদিও বাংলাদেশের দর্শকরা যেন বিনামূল্যে সিরিজটি দেখতে পারে সেই বিষয়ে কাজ করছে বিসিবি।

জেডআই/



Exit mobile version