Site icon Amra Moulvibazari

নোয়াখালীতে অস্ত্র বেচাকেনার সময় ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

নোয়াখালীতে অস্ত্র বেচাকেনার সময় ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার


সোনাইমুড়ীতে অস্ত্র বেচাকেনার সময় গ্রেফতারকৃত ৩ কিশোর গ্যাং সদস্য।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র বেচাকেনাকালে ২টি পাইপগানসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কালুয়াই গ্রামের আজিম (২০), একই গ্রামের মো.নাহিদ (১৯) এবং ফাহাদ হোসেন (১৯)।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই বেলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

/এসএইচ



Exit mobile version