Site icon Amra Moulvibazari

পাবনায় লিচু বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় লিচু বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার গয়েশপুরের হামিদপুরে একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় মোশারফ প্রামাণিক নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ এপ্রিল) সকালে একটি লিচু বাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোশারফ প্রামাণিক হামিদপুরের মাহাতাব প্রামাণিকের ছেলে।

পাবনা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, আজ সকালে হামিদপুরে জাহাঙ্গীরের লিচু বাগানে মোশারফের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মোশারফ মানসিক সমস্যায় ভুগছিলেন।

ইউএইচ/



Exit mobile version