Site icon Amra Moulvibazari

ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য: শেরপুরের জেলা জজকে প্রত্যাহার

ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য: শেরপুরের জেলা জজকে প্রত্যাহার


সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক- জেলা জজ ইমান আলী শেখকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এর আগে শুক্রবার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, ‘নবী-রাসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহি নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্রিম। কেউ রিয়েল নয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে এমন স্পর্শকাতর বক্তব্যের প্রেক্ষিতে শনিবার আইন ও বিচার বিভাগ, আইন মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় তদন্ত এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার লক্ষ্যে চিঠি দেয়া হয়। এর প্রেক্ষিতেই আজ প্রধান বিচারপতির চিঠিটি অনুমোদন করে বিচারক ইমান আলী শেখকে প্রত্যাহার করা হয়।

ইউএইচ/



Exit mobile version