Site icon Amra Moulvibazari

বাংলাদেশের সাথে সব বিমান চলাচল বন্ধ করল কুয়েত

বাংলাদেশের সাথে সব বিমান চলাচল বন্ধ করল কুয়েত

বিমান চলাচল

কুয়েতে করোনার বিস্তার ঠেকাতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। বাংলাদেশসহ ৭ দেশের সাথে এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত করেছে ।

শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কুয়েত সরকার। এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়।

এ কারণে বাংলাদেশ এয়ারলাইনসের ৭ মার্চ ও ১০ই মার্চের কুয়েতগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে ।বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে পরে সিদ্ধান্ত হতে পারে।

এছাড়া গত দুই সপ্তাহ বাংলাদেশ সহ সাত দেশের অবস্থানকারীদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তবে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন । তাদের ওয়েরিন্টেশনের মধ্যে দিয়ে যেতে হবে ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা – কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে । বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিশর , লেবানন , সিরিয়া , ফিলাপাইনস , ভারত , শ্রীলঙ্কা ।

Exit mobile version