Site icon Amra Moulvibazari

নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২


সিনিয়র করেসপডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। নিহতরা হলেন, জহিরুল ইসলাম ও মুকুল।

রোববার (১৬ এপ্রিল) সকালের দিকে মদনগঞ্জ-মদনপুর সড়কের মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুলহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে। তিনি গার্মেন্টসের জুট ব্যবসায়ী ও নিহত মুকুলের বাড়ি গাইবান্ধা জেলায় তিনি মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক।

বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, রোববার সকালে বন্দরের লক্ষণখোলা বাস স্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা মদনপুর যাচ্ছিল। এসময় যান দু’টি মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় পৌঁছলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এটিএম/



Exit mobile version