Site icon Amra Moulvibazari

মেসি-নেইমারদের কোচ হিসেবে পচেত্তিনোকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত, আসছেন কে?

মেসি-নেইমারদের কোচ হিসেবে পচেত্তিনোকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত, আসছেন কে?


মেসি ও নেইমারের অনুশীলন পরখ করছেন পচেত্তিনো।
ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচের পদ থেকে মউরেসিও পচেত্তিনোকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। যদিও তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো জানানো হয়নি। খবর ডেইলি মেইলের।

পিএসজির জীর্ণ পারফরমেন্সের জন্য পচেত্তিনোকে ছাঁটাই করা হবে, এমন সংবাদ অনেক দিন ধরেই চলছে ফরাসি গণমাধ্যমগুলোতে। ১৮ মাসের চুক্তিতে পচেত্তিনোর সাথে লিগ ওয়ান শীর্ষে থেকেই শেষ করে লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের দল। কিন্তু এরপর ক্রমে‌ই নিচের দিকে নামতে থাকে ক্লাবের পারফরমেন্স। ফলে পচেত্তিনোর সাথে এক সমঝোতার মাধ্যমেই কোচের পদ থেকে তাকে সরানোর সিদ্ধান্ত নেয় পিএসজি। ক্লাবটির নতুন কোচের নামের তালিকায় আছে ক্রিস্টোফার গালটিয়ের ও জিনেদিন জিদানের নাম।

পিএসজির কোচ হিসেবে জিদানকে দেখতে চেয়েছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাকরনও। তার মতে, পিএসজিকে ইউরোপীয় শিরোপা জেতাতে সাহায্য করতে পারবেন জিদান।

ম্যাকরন তখন বলেন, জিনেদিন জিদানের সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু তার গুণে আমি মুগ্ধ। তার মতো বড় মাপের একজনকে আমাদের ক্লাবগুলোর জন্য চাইতেই পারি। ফরাসি ফুটবলে আমাদের এমন খেলোয়াড় আর কোচদের দরকার, যারা শিরোপা জিততে পারে। সেটা আমাদের ক্লাবগুলোকে সমৃদ্ধ করবে।

যদিও জিনেদিন জিদানের পিএসজির কোচ হওয়ার বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন তার ম্যানেজার অ্যালায়েন মিগলিয়াসিও। তিনি জানান, ক্লাবটির সাথে এ নিয়ে কোনো কথাই নাকি হয়নি জিদানের!

জেডআই/



Exit mobile version