Site icon Amra Moulvibazari

মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি দানিয়ালকে নিয়ে গিয়েছিলাম -পরিবেশ মন্ত্রী

মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি দানিয়ালকে নিয়ে গিয়েছিলাম -পরিবেশ মন্ত্রী

{"source_sid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1583505917799","subsource":"done_button","uid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1583505917780","source":"other","origin":"gallery"}

 

শাহরিয়ার খাঁন সাকিব: বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের ট্রেজারার, স্কাউটার সৈয়দ বুলন্দ মুনির দানিয়ালের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা স্কাউটের আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আহমদ।

প্রধান অতিথি পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আহমদ বলেন, আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে দানিয়ালকে নিয়ে গিয়েছিলাম। দানিয়ালের খুব আশা ছিল স্কাউটের সিলেট বিভাগে যেকোনো প্রোগ্রামে নিয়ে আসার জন্য।

স্কাউটের উদেশ্যে তিনি বলেন, দানিয়ালের মতো আদর্শ স্কাউট হতে চাই আদর্শ মানুষ হতে চাই। তোমরা স্কাউট বৃন্দ সামনে বসে আছো দানিয়ালকে ফিরে পাবেনা তবে তার আদর্শকে পাবে সেই আদর্শকে মনে প্রাণে ধারণ করতে পারো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, পুলিশ সুপার পিপিএম (বার) ফারুক আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, বাংলাদেশ স্কাউট সদর দফতর জাতীয় কমিশনার (উন্নয়ন) কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার (এডাল্ট রিসোর্স) ফেরদৌস আহমদ, উপ জাতীয় কমিশনার (এডাল্ট রিসোর্স) আমিমুল এহসান খান পারভেজ, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চল কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, খালেদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কাউটারসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version