Site icon Amra Moulvibazari

গাইবান্ধায় ধানক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

গাইবান্ধায় ধানক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আমন ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মহদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়ির ঘর এলাকায় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেঁষে বুড়ির ঘর এলাকায় আমন ধানের ক্ষেতে পানিতে মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি এলাকার কারও পরিচিত নয়।

বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মরদেহ পড়ে থাকার বিষয়টি আমি জানতে পেরেছি। পরে পুলিশে ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এএম



Exit mobile version