মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। ফেরিযোগে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে পদ্মা নদী পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে ঘাটে আসছে সারি সারি যানবাহন। বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে পারাপারের অপেক্ষায় ঘাটে শতশত ব্যাক্তিগত যানবাহনে উপস্থিতি৷ তবে লঞ্চ ও স্পিডবোটে যাত্রী স্বাভাবিক ছিল।
যানবাহন পারাপারে নৌরুটে ২টি মিনি রোরো, ২টি কেটাইডপ ও ২টি ডাম্পসহ মাত্র ৮টি ফেরি সচল রয়েছে। বিপুল সংখ্যক যানবাহনের ফেরির অপ্রতুলতায় পারপারে লাগছে বেশি সময়। এতে ঘাটে ঘণ্টারপর ঘণ্টা অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীরা। বিশেষ করে রোগী ও শিশুরা পড়ছে বেশি বিপাকে।
ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে নৌরুটে পর্যাপ্ত ফেরি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ২৪ ঘণ্টা সচলের দাবি যাত্রীদের। এদিকে, ফেরির পাশাপাশি আজ দুই নৌরুটে ৮৩টি লঞ্চ ও ১৫৩ স্পিডবোট সচল রয়েছে।
এসজেড/