Site icon Amra Moulvibazari

শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ, ফেরির সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের

শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ, ফেরির সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের


ঘাটে যানবাহনের লম্বা সারি।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। ফেরিযোগে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে পদ্মা নদী পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে ঘাটে আসছে সারি সারি যানবাহন। বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে পারাপারের অপেক্ষায় ঘাটে শতশত ব্যাক্তিগত যানবাহনে উপস্থিতি৷ তবে লঞ্চ ও স্পিডবোটে যাত্রী স্বাভাবিক ছিল।

যানবাহন পারাপারে নৌরুটে ২টি মিনি রোরো, ২টি কেটাইডপ ও ২টি ডাম্পসহ মাত্র ৮টি ফেরি সচল রয়েছে। বিপুল সংখ্যক যানবাহনের ফেরির অপ্রতুলতায় পারপারে লাগছে বেশি সময়। এতে ঘাটে ঘণ্টারপর ঘণ্টা অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীরা। বিশেষ করে রোগী ও শিশুরা পড়ছে বেশি বিপাকে।

ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে নৌরুটে পর্যাপ্ত ফেরি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ২৪ ঘণ্টা সচলের দাবি যাত্রীদের। এদিকে, ফেরির পাশাপাশি আজ দুই নৌরুটে ৮৩টি লঞ্চ ও ১৫৩ স্পিডবোট সচল রয়েছে।

এসজেড/



Exit mobile version