Site icon Amra Moulvibazari

ভোলার মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ মাছসহ ২ ট্রলার জব্দ

ভোলার মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ মাছসহ ২ ট্রলার জব্দ


ভোলা প্রতিনিধি:

ভোলার মেঘনা নদী থেকে প্রায় ১৩৮ মন ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ও ২টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে সদর উপজেলার রাজাপুর এলাকা থেকে ওই মাছ ও ট্রলার জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর এলাকায় মেঘনা নদীতে কোস্টগার্ডের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এতে ২টি ট্রলার তল্লাশি করে ১০৩ মন ইলিশ, ২৩ মন চিংড়ি ও ১২ মন পোয়া মাছ জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলেও জানান তিনি।

এএআর/



Exit mobile version