Site icon Amra Moulvibazari

রুশ ক্রুজ মিসাইল ধ্বংসের দায় অস্বীকার করলো কিয়েভ

রুশ ক্রুজ মিসাইল ধ্বংসের দায় অস্বীকার করলো কিয়েভ


ছবি : সংগৃহীত

ক্রাইমিয়ায় রুশ ক্রুজ মিসাইল ধ্বংসের দায় অস্বীকার করেছে ইউক্রেন। এদিকে কিয়েভের হামলায় নিজেদের সমরাস্ত্র ধ্বংসের বিষয়টি উড়িয়ে দিয়েছে মস্কোও। খবর এপি নিউজের।

খবরে বলা হয়েছে, রাশিয়া দাবি করেছে এলাকাটিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি সেনারা।

এর আগে, সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করে, ক্রাইমিয়ায় রাশিয়ার একাধিক ক্রুজ মিসাইলের বিস্ফোরণ ঘটে। কৃষ্ণসাগরে থাকা রুশ নৌবহরের জন্য ওই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেনে বহন করা হচ্ছিল সমরাস্ত্রগুলো। এসময় ক্রাইমিয়ার ঝানকই শহরের কাছে সেগুলোর বিস্ফোরণ ঘটে।

প্রসঙ্গত, ক্যালিবার কেএন ক্রুজ মিসাইলগুলো মূলত সাবমেরিন থেকে ছোড়া হয়। যদিও তখন ঘটনার দায় স্বীকার করেনি কিয়েভ।

এএআর/



Exit mobile version