Site icon Amra Moulvibazari

গ্রেফতার এড়াতে দীঘিতে ঝাঁপ, ডুবে মরলো সাজাপ্রাপ্ত আসামি

গ্রেফতার এড়াতে দীঘিতে ঝাঁপ, ডুবে মরলো সাজাপ্রাপ্ত আসামি


চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পুলিশ দেখে দীঘিতে ঝাঁপ দিয়ে ছফিউল্লাহ ওরফে ছবুর (৫৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মাজার দীঘিতে স্থানীয়রা জাল ফেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ছবুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, এক মামলায় ছয় মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার এএসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সসহ তাকে গ্রেফতারে অভিযান চালায়। এসময় গ্রেফতার এড়াতে সে মাজারের দীঘিতে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও সে পানির গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন দীঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

পৌরসভার ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আ. কুদ্দুস রানা জানান, বিকেলে স্থানীয় এক শালিস হয়। সেখানে ছফিউল্লাহ উপস্থিত ছিলেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। এসময় সে পুকুরে ঝাঁপ দিলে তলিয়ে যায়।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্যাহকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ওই ব্যক্তি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তিনি পুলিশ দেখেই দীঘিতে ঝাঁপ দেন। সেখানে পানিতে তলিয়ে গেলে পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version