কমলাপুর রেলস্টেশনে চলছে আগাম টিকিট বিক্রির শেষ দিনের কার্যক্রম। ঈদযাত্রায় রেলের ১ মে এর টিকিট নিতে মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকেই স্টেশনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। কমলাপুরে অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন দু’দিন ধরে। তবুও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট।
যাত্রীরা জানান, স্বজনদের সাথে ঈদ করতে বাড়িতে যাওয়ার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে প্রত্যাশিত টিকিট পেলে রাতভর এই কষ্টগুলো আর থাকবে না। অন্যান্য দিনের মতো টিকিটপ্রত্যাশীরা নিজেরাই টোকেন তৈরি করে সিরিয়াল ঠিক রাখেন। এসময় যাত্রীরা অনলাইনে টিকিট কাটতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
এসজেড/