Site icon Amra Moulvibazari

পাকিস্তানে কয়লা খনিতে অস্ত্রধারীদের হামলা, নিহত ২০

পাকিস্তানে কয়লা খনিতে অস্ত্রধারীদের হামলা, নিহত ২০


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

শুক্রবার প্রদেশের দুকি এলাকার একটি বেসরকারি কয়লা খনিতে এই হামলা হয়। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোরের দিকে একদল অস্ত্রধারী আক্রমণ করে। ভারী অস্ত্রে সজ্জিত ছিলো তারা। এসময় রকেট ও গ্রেনেড ছুড়ে হামলা চালায়।

হামলার পর সতর্কতা জারি করা হয় পুরো এলাকায়। তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর দিকে।

/এএম



Exit mobile version