Site icon Amra Moulvibazari

পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশি দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ

পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশি দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ


পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশি দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় একটি জাহাজ অক্ষত থাকলেও ডুবে গেছে অন্যটি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া জাহাজটির ৯ ক্রুকে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকায় এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায়, ভোরবেলায় ঘন কুয়াশার কারণে পথ দেখতে সমস্যা হচ্ছিল নদীতে চলাচলকারীদের। এ কারণেই মুখোমুখি সংঘর্ষ হয় জাহাজ দুইটির। একটি জাহাজ খালি থাকলেও অপরটি ফ্লাই অ্যাশ বোঝাই ছিল। ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার হওয়া সবাই সুস্থ্য আছেন বলেও জানানো হয়।

/এমএন



Exit mobile version