শাহরিয়ার খাঁন সাকিব: ভারতে নির্বিচারে মুসলিম হত্যা ও বর্বর নির্যাতন বন্ধের দাবিতে মৌলভীবাজার ওলামা পরিষদের আয়োজনে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২রা মার্চ) সকাল ১০ টায় মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী অনুষ্ঠানে খুনি নরেন্দ্র মুদিকে না আসার আহবান জানান। আর যদি বাংলাদেশ সরকার খুনি মুদিকে অতিথি করে করে আনতে চায় তাহলে এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত দেশে লাশের মিছিল বয়ে যাবে। কোন প্রাচীর এসে বাঁধা দিতে পারবে না। খুনি মুদি ও উগ্র হিন্দুত্ববাদী আমাদের মসজিদ তথা আমাদের কলিজায় আঘাত করেছে। তা কখনও বরদাস্ত করা যাবে না। যে কোন মূল্যে মুদিকে এই বাংলার মুসলমান প্রতিহত করবেই।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কুসুমবাগ চত্বরে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজারে পুলিশের সাথে গুলাগুলিতে ডাকাত সর্দার নিহত; আহত ৫ পুলিশ
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari