Site icon Amra Moulvibazari

ডেনমার্কের রাজকুমারীকে স্বাগত জানাতে প্রস্তুত সাতক্ষীরাবাসী

ডেনমার্কের রাজকুমারীকে স্বাগত জানাতে প্রস্তুত সাতক্ষীরাবাসী


নিজস্ব প্রতিনিধি:

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সাতক্ষীরায় আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে সর্বত্র। সবার মধ্যে উৎসাহ ও প্রস্তুতি লক্ষণীয়।

বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরার পুণ্যভূমিতে পা রাখবেন ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

সাতক্ষীরার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ডেনমার্কের রাজকুমারী ম্যারি সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে হেলিকপ্টারযোগে নামবেন। তারপর উপকুলবাসীর সাথে সময় কাটাতে খাবেন স্থানীয় একটি রিসোর্টে, ঘুরবেন সুন্দরবনের কলাগাছিয়াতে। তবে অতিথির নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সরকারের বিটিভি ও পিআইডি ছাড়া কোনো সাংবাদিকই তথ্য সংগ্রহ করতে পারবে না।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা বলেন, উপকুলবাসী অতিথিকে বরণ করতে অধীর অপেক্ষায় আছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর স্টেশন অফিসার নুরুল আমিন বলেন, এসফরের জন্য নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে বন উপকুলের সর্বত্র।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জেলা প্রশাসন অতিথির সব আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজই সুন্দরবন ভ্রমণ সেরে দুপুরের খাবার খেয়ে ডেনমার্কের রাজকুমারী রওনা দেবেন ঢাকার উদ্দেশে।

ইউএইচ/



Exit mobile version