Site icon Amra Moulvibazari

নিউ সুপার মার্কেটে প্রবেশ করেছেন ব্যবসায়ীরা, ভস্মীভূত দোকান দেখে হাহাকার

নিউ সুপার মার্কেটে প্রবেশ করেছেন ব্যবসায়ীরা, ভস্মীভূত দোকান দেখে হাহাকার


নিউ সুপার মার্কেটের আগুন নিভেছে পুরোপুরি। শনিবার গভীর রাতে ছোট ছোট আগুন দেখা গেলেও এখন সম্পূর্ণভাবে তা নিভে গেছে। ফলে রোববার সকালে পোড়া মার্কেটে প্রবেশ করেছেন ব্যবসায়ীরা। তিল তিল করে গড়ে তোলা দোকান দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে নিজেদের দোকানে আসতে শুরু করেন দোকান মালিক ও কর্মচারীরা। তবে পুড়ে যাওয়া দোকান ও মালামাল দেখে হতবিহ্বল তারা। দোতলা ও তিনতলার বেশিরভাগ দোকানই পুড়ে ছাই। সামান্য কিছুও অবশিষ্ট নেই।

ব্যবসায়ীরা জানান, প্রায় সবার ব্যাংকেই ঋণ আছে। নিঃস্ব হয়ে এখন সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন তা ভেবেই বাড়ছে হতাশা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউমার্কেটের ভেতরে আর কোথাও আগুন নেই। ব্যবসায়ীদের কাছে কিছুক্ষণের মধ্যেই মার্কেট হস্তান্তর করা হবে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হয়নি ফায়ার সার্ভিস। দোতলার কোনো একটি অংশ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তারা।

এসজেড/



Exit mobile version