Site icon Amra Moulvibazari

বিয়ের দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

বিয়ের দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

{"subsource":"done_button","uid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1582991438547","source":"other","origin":"gallery","sources":["305636580358211","271687061016211"],"source_sid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1582991438563"}

উৎসবের আনন্দ মুহূর্তেই পাল্টে গেল শোকের মাতমে। রাজশাহীর গোদাগারিতে বিয়ে খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একটি গোটা পরিবার সহ সাত জনের প্রাণ।

দুই সন্তানসহ বাবা মায়ের পাশাপাশি প্রাণ গেছে আরো তিন জনের। এই ঘটনায় শোক নেমে এসেছে পুরো এলাকায়।

ভাইয়ের বিয়েতে আনন্দ করতে যাচ্ছিলেন হাছনা ও তার পরিবার। পাঁচ মাসের শিশু সন্তান, কন্যা, স্বামী আর বোনও ছিলো গাড়িতে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেল পুরো পরিবার। মারা গেছেন গাড়ির চালকও।

স্বজনরা জানান শনিবার সকালে রাজশাহী থেকে প্রাইভেট কারে করে গোদাগারি উপজেলার গোপালপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রওনা হন তারা। গাড়ি কাদিপুর পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলে স্বামী আকাশ, বোন আছিয়া ও চালক মাহবুব মারা যান। গুরুতর আহত অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাছনার মেয়ে মুশফিরা ও পাঁচ মাসের ছেলে আদিব সহ আরো চারজন মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে লাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। নিহতদের বাড়ি রাজশাহী নগরীর মুনাফির মোড় ও মেহেরচন্ডি এলাকায়।

Exit mobile version