Site icon Amra Moulvibazari

পিরোজপুরে নদীতে পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরে নদীতে পড়ে শিশুর মৃত্যু


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে নদীতে পরে মো. রুবেল কাজী (৪) নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার মো. জামাল হোসেনের ছেলে।

স্বজনেরা জানায়, বলেশ্বর নদীর পাশে ট্রলারে উঠে শিশু রুবেল খেলাধুলা করছিল। এ সময় ট্রলার থেকে শিশুটি নদীতে পড়ে যায়। তার সাথে থাকা অন্য শিশুরা নদীতে পড়ে যাওয়ার খবর তার মা বাবাকে জানায়। পরে তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, নদীতে পড়ে শিশুর মৃত্যু খবর শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।

এটিএম/



Exit mobile version