সাভারের আশুলিয়ায় একটি সড়কের পাশ থেকে মান্নাফ মোল্লা (২৭) নামের পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) ভোরে আশুলিয়ার মির্জানগরে গণ বিশ্ববিদ্যালয় সংলগ্ন নলাম সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মান্নাফ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বাঁশকোড় গ্রামের মোক্তার মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, ভোরে পথচারীদের খবরের ভিত্তিতে সড়কের পাশ থেকে মান্নাফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার কোমরের নিচে ধারালো অস্ত্র বা ছুরিকাঘাতের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া আঘাতের চিহ্ন রয়েছে বুকেও।
/এডব্লিউ