উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিলো ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার। ২ গোলের ব্যবধানে জিততে হবে এমন পরিসংখ্যানের ম্যাচে গোলশুন্য ড্র করে আরও একবার ইউরোপ সেরার মঞ্চ থেকে শূন্য হাতে ফিরলো টটেনহ্যাম। প্রথম লেগ জিতে ১১ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এসি মিলান।
বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের ঘরের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এসি মিলানকে আতিথ্য জানায় টটেনহ্যাম। তবে ভাগ্য পরিবর্তন করতে পারেনি ইংলিশ ক্লাবটি। বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৭৭ মিনিটে ১০ জনে পরিণত হয় লন্ডনের ক্লাবটি। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
পাল্টা আক্রমণে ইতালিয়ান ক্লাবটিও ভাঙতে পারেনি ডেডলক। ম্যাচের অন্তিম মুহূর্তে ওরিগির শট গোলপোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু’দলকে। দুই রাউন্ড মিলিয়ে ১-০ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে ইতালিয়ান চ্যাম্পিয়ন’রা। শেষ আটের লড়াইয়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বিতা করবে ইতালিয়ান জায়ান্টরা।
/আরআইএম