Site icon Amra Moulvibazari

দিল্লি তে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪২; থমথমে অবস্থা

দিল্লি তে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪২; থমথমে অবস্থা

ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন CAA ও NRC নিয়ে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪২ জনে।
১৪৪ ধারা জারি থাকায় এখনো থমথমে পরিস্থিতি মৌজপুর, জাফরাবাদ, বুজপুর, গুকুলপুর সহ দিল্লির বিভিন্ন এলাকাতে।

সব ধরণের সহিংসতা ঠেকাতে জুম্মার নামাজকে ঘিরে বাড়ানো হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে দিল্লির সহিংস পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গেল তিন দশকে এমন ভয়াবহতা দেখেনি দিল্লিবাসী। কয়েকদিনের সহিংসতায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। শুক্রবার জুমআর নামাজের পর নতুন করে ছড়াতে পারে সংঘাত সেই সতর্কতা থেকে শহরজুড়ে বাড়ানো হয় নিরাপত্তার বলয়।

নতুন চরে সহিংসতার কোনো খবর পাওয়া যায় নি দিল্লিতে। তবে থমথমে অবস্থা বিরাজ করছে গেল চারদিনে অগ্নিগর্ভ হওয়া এলাকা গুলোতে।

এ ঘটনা নিয়ে রাজনীতি না করার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন বিজেপি।
সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত অর্ধশত মামলা দায়ের হয়েছে। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। এছাড়া সহিংসতা ছড়ানোর অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে পাঁচ শতাধিক মানুষকে।  দিল্লি

এর আগে শহরের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্ঠা ও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। দিল্লি

এদিকে দাঙ্গায় ইন্ধন দেয়ার অভিযোগ উঠায় দলীয় নেতা তাহির হোসেনকে বহিষ্কার করেছে আম-আদমি পার্টি। এছাড়া সংঘাতময় পরিস্থিতি সামাল দিতে না পারায় রদবদল আনা হয়েছে দিল্লির পুলিশ কমিশনার পদেও।


দিল্লিতে মুসলিমদের উপর চলছে বিজেপির হামলা; মসজিদে আগুন


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version